

Welcome to NextDigital BD
আমরা যারা WordPress এবং Shopify নিয়ে কাজ করছি, তাদের প্রায়সই নিজের প্রাক্টিস বা ক্লায়েন্টের প্রোজেক্টের প্রয়োজনে বিভিন্ন প্রিমিয়াম থিম এবং প্লাগিন দরকার হয় কিন্তু অরজিনাল প্রিমিয়াম থিম বা প্লাগিন কেনার মতো অতিরিক্তি টাকা/অর্থ খরচ করা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায়, কম বাজেটে কোনো ক্লায়েন্টের প্রোজেক্ট কম্পিলিট করতে বিভিন্ন প্রিমিয়াম থিম বা প্লাগিন প্রয়োজন হয়, যদিও কোনো প্রিমিয়াম থিম/প্লাগিন প্রয়োজন হলে সেটা ক্লায়েন্টের প্রোভাইড করার কথা কিন্তু যদি না করে তবে সেক্ষেত্রে তাকে জানিয়ে আপনি GPL/Null Version এর প্রিমিয়াম থিম বা প্লাগিন ব্যবহার করতে পারেন। এ কারনেই NextDigital BD আপনার ওয়েবসাইট ডিজাইন ও ডেভলপমেন্টের প্রয়োজনে অরজিনাল থিম/প্লাগিনের চেয়ে খুবই সামান্য মূল্যে GPL থিম এবং Plugin সেবা দিচ্ছে।
সম্পূর্ণভাবে মডিফাইড এবং বিশেষ সুবিধাসহ আমরা থিম এবং প্লাগিন গুলো আপনাদের প্রোভাইড করি। এতে কোনো প্রকার ভাইরাস/ম্যালওয়ার নেই। GPL/Null হওয়ায় লাইসেন্সের প্রয়োজন হবে না। একবার কিনে আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। একবার যেকোনো থিম বা প্লাগিন কিনলে আপনার ড্যাসবোর্ড থেকে ৩০ দিন পর্যন্ত আনলিমিটেড বার ডাউনলোড করতে পারবেন তবে ৩০ দিন পর সেটি আর দৃশ্যমান থাকবে না। তাই ৩০ দিনের পূর্বেই ডাউনলোড করে রাখুন এবং NextDigital BD এর সাথেই থাকুন।
Our Mission
NextDigital BD আপনার ডিজিটাল পথচলার অন্যতম সঙ্গী। প্রিমিয়াম ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট কে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। অতি সামান্য মূল্যে প্রিমিয়াম সকল থিম এবং প্লাগিন সেবা দিয়ে আপনাদের স্বার্থেই আমরা আছি NextDigital BD.